ছাত্ররাজনীতি নিষিদ্ধ মিলিটারি ডিক্টেটরের কথা: প্রধানমন্ত্রী

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ ১৫:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১২ বার।

ছাত্ররাজনীতি নিষিদ্ধের কথা ‘মিলিটারি ডিক্টেররা’ বলেন- এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর দেশ রুপান্তর অনলাইন 

জাতিসংঘ ও ভারত সফর থেকে ফিরে প্রধানমন্ত্রী বুধবার গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

বুয়েটে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে।

এ প্রসঙ্গে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘একবারে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ব্যান করে দিতে হবে, এটা তো মিলিটারি ডিক্টেটরদের কথা। আসলে তারা এসে তো সবসময় স্টুডেন্ট পলিটিক্স ব্যান তারাই করে গেছে’। 

তিনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বুয়েট তাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে।

ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে আবরারের মৃত্যুর পর বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে।

শেখ হাসিনা বলেন, ‘আমি নিজেই যেহেতু ছাত্র রাজনীতি করে এসেছি। সেখানে আমি ছাত্র রাজনীতি ব্যান বলব কেন?’

বাংলাদেশে ছাত্র আন্দোলনের উজ্জ্বল ইতিহাস তুলে ধরে তা কলুষিত করার জন্য সামরিক শাসকদের দায়ী করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘নষ্ট রাজনীতি যেটা, সেটা তো আইয়ুব খান শুরু করে দিয়েছিল, আবার জিয়াউর রহমান এসে শুরু করলো একইভাবে এবং দুইজনের ক্ষমতা দখলের চরিত্র একই রকম’।

শেখ হাসিনা বলেন, আর ছাত্ররাজনীতি বন্ধের কথা বলেন। আসলে এই দেশের প্রতিটি সংগ্রামের অগ্রণী ভূমিকা কিন্তু ছাত্ররাই নিয়েছেন। অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই তো সংগঠন করা নিষিদ্ধ আছে। বুয়েট যদি মনে করে তারা সেটা নিষিদ্ধ করে দিতে পারে।

বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্ব ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

তিনি বলেন, আমি ছাত্র রাজনীতি করেই কিন্তু এখানে এসেছি।