বগুড়ায় সুকন্যা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯ ১৩:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৯ বার।

নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় সুকন্যা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জলেশ্বরীতলায় ওই ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন, সাবেক সাংসদ খাদিজা খাতুন শেফালী, গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার উপদেষ্টা ডাঃ আলী আহম্মেদ আলম, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা এবং সাধারণ সম্পাদক অ্যাডনিস বাবু তালুকদার। 

এ সময় বক্তারা বলেন, দেশের নারী উন্নয়নকে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার অবদান অনেক। এই শিক্ষার মাধ্যমে নারীরা আজকে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে।

সুকন্যা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের সিইও ইসরাত জাহান জানান, মূলত নারীদের কারিগরী শিক্ষায় শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে তোলাই মূল লক্ষ্য।