কাতারকে কাঁপিয়ে হারল বাংলাদেশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯ ১৫:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭০ বার।

প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে হাল ছাড়েনি এক মুহূর্তের জন্যও। এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে লড়ে গেল শেয়ানে শেয়ানে। বলতে গেলে দ্বিতীয়ার্ধে ম্যাচে রাজত্ব করল জেমি ডের দলই। কিন্তু অসংখ্য গোলের সুযোগ হাতছাড়া করায় হার নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। শেষ দিকে উল্টো ব্যবধান বাড়িয়েছে অতিথি দল।

বৃহস্পতিবার বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে কাতারের বিপক্ষে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হয়েছিল সন্ধ্যা ৭টায়। কাতারের পক্ষে গোল করেছেন আব্দুরইসহাঘ ইউসুফ ও করিম বৌদিয়াফ।

এই হারের ফলে ‘ই’ গ্রুপে টানা দুই ম্যাচে হারল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ০-১ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা। অন্য দিকে কাতারের এটি দ্বিতীয় জয়। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ড্র করে ২০২২ বিশ্বকাপের আয়োজকরা।