বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই শিক্ষক নিহতঃ পুলিশ আহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ ১৪:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০১ বার।

বগুড়া -নওগাঁ মহাসড়কে  ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুই শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে আদমদীঘি উপজেলার চাটখইর বোয়ালিয়া এলাকায় ওই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার শেরপুর কলেজ রোডের নুরুল ইসলামের ছেলে ফজলে রাব্বি বুলবুল (৩০) ও পাবনা কৈটোলা গ্রামের সোহরাব শেখের ছেলে জহুরুল ইসলাম (২৮)। তারা দুইজনে শেরপুর একটি কেজি স্কুলের শিক্ষক বলে জানা গেছে। এসময়  মোটরসাইলের চালক ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান। পুলিশ লাশ উদ্ধার ও ট্রাক আটক করলেও চালক পালিয়ে গেছে।


আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, শুক্রবার বগুড়ার শেরপুর থেকে একটি মোটরসাইকেল যোগে  তিন বন্ধু নওগাঁ পার্কে বেড়াতে যাচ্ছিল।  এর মধ্যে  শাহারপুকুর নামে এক এলাকায়  জুম্মার নামাজ আদায় করার পর বুলবুলের ফুপাতো বোনের বাসায় নাস্তা সেরে পুনরায় নওগাঁ উদ্যেশে রওয়ানা দেন। তারা আদমদীঘির অদুরে চাটখইর বোয়ালিয়া নামক স্থানে পৌঁছিলে ঢাকা মেট্রো-ট-২০-১৭৫৯ নম্বর ট্রাকটি পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই দুই শিক্ষক নিহত ও চালক আহত হয়। আহত কনস্টেবল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে।