ভারতের রান পাহাড়ের নিচে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ ১৫:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫২ বার।

মায়াঙ্ক আগারওয়ালের সেঞ্চুরির পর বিরাট কোহলির আড়াইশো ছাড়ানো ইনিংস! সঙ্গে চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের অর্ধশতকের পাশাপাশি রবীন্দ্র জাদেজার তিন অঙ্ক ছুঁই ছুঁই সংগ্রহ। তাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনে টেস্টে রানের পাহাড় গড়েছে ভারত!

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে ৫ উইকেটে ৬০১ রানে ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। ২৫৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক কোহলি। ৩৩৬ বলে খেলা তার ইনিংসটিতে রয়েছে ৩৩টি চার ও দুটি ছক্কার মার!

দ্বিশতক হাঁকানো ইনিংসটি খেলার পথে অনেক কীর্তি গড়েছেন কোহলি।

অন্যদের মধ্যে ১০৪ বলে ৯১ রান করেন জাদেজা। রাহানে করেন ৫৯ রান; ৫৮ রান করেন পূজারা।

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট নেন কাগিসো রাবাদা। একটি করে উইকেট নেন কেশব মহারাজ ও সেনুরান মুথুসামি।

জবাবে শুরুতেই খেই হারায় দক্ষিণ আফ্রিকা। পেসার উমেশ যাদবের গতির সামনে দলীয় ১৩ রানেই দুই ওপেনার এইডেন মারক্রাম ও দিন এলগারকে হারায় তারা। দলীয় ৩৩ রানে তৃতীয় উইকেট হারায় অতিথি দল। অপর পেসার মোহাম্মদ শামির বলে উইকেট ছাড়া গন টেম্বা বাভুমা।

৩ উইকেটে ৩৩ রানে দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। টিউনিস ডি ব্রুইন ২০ ও অ্যানরিচ নর্টজে ২ রানে অপরাজিত আছেন।

ভারতের উমেশ যাদব দুটি উইকেট নিতে দিয়েছেন মাত্র ১৬ রান। তিন ওভারে মাত্র ৩ রানের খরচায় ১ উইকেট নিয়েছেন শামি।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। পুনে টেস্ট জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলবে তারা।