'সেরা বাংলাবিদ' হলেন বগুড়া ক্যান্টঃ পাবলিকের শিক্ষার্থী শাহেদ

অরুপ রতন শীল
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ ১২:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১০৮ বার।

বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে কঠিন সব প্রশ্নের উত্তর দিয়ে সেরা ‘বাংলাবিদ’ নির্বাচিত হয়েছেন  বগুড়ার শাজেদুর রহমান শাহেদ।  সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। শাহেদ শাহজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ খোদাবক্স প্রামণিকের ছেলে। তিন ভাইয়ের মধ্যে শাহেদ সবার ছোট।

 
শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০১৯’-এর চূড়ান্ত পর্বে ৮৫ হাজার প্রতিযোগীদের পিছনে ফেলে মুখোমুখি হন সেরা ছয়জন। প্রায় দুই ঘণ্টার প্রতিযোগিতায় বাংলাভাষা, শব্দ, বানানরীতি, সাহিত্য, গান, কবিতা ও কবিদের সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। সেখানে সবাইকে পিছনে ফেলে সেরার মুকুট অর্জন করে শাজেদুর রহমান শাহেদ। 


শাজেদুর রহমান শাহেদ বলেন, “ফলাফল নিয়ে আমি খুবই আনন্দিত। ছোট বেলা থেকেই বাংলাভাষা ও সাহিত্যের প্রতি আমার ঝোঁক ছিল। সব সময় বাংলা সাহিত্য, গল্প, কবিতা পড়তি পছন্দ করি। আজ তারই স্বীকৃতি পেলাম।”