ছাত্ররাজনীতি নিষিদ্ধ করলে অপশক্তি মাথাচাড়া দেবে: ছাত্রলীগ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ ১৩:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯ বার।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধের সমালোচনা করেছে ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, এতে অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠবে। খবর দেশ রুপান্তর 

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নাহিয়ান খান জয় বলেন, ছাত্ররাজনীতি না থাকলে সেখানে অবশ্যই স্বাধীনতাবিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি না থাকলে সেখানে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া ঘটতে পারে। ছাত্ররাজনীতি বন্ধ করে কোনো সমস্যার সমাধান হতে পারে না।

এ সময় ছাত্ররাজনীতি বন্ধের বিষয়টি আরেকবার বিবেচনা করার জন্য বুয়েট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় বুয়েটের শিক্ষার্থীদের সাথে দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম ক্যাম্পাসে সবধরনের সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন।

উপাচার্য বলেন, নিজস্ব ক্ষমতাবলে আমি ক্যাম্পাসে সবধরনের সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করছি।