মেজর হাফিজকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ ০৮:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩২ বার।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রিমান্ড আবেদন চেয়ে হাফিজকে আদালতে তোলা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে তোলা হয়েছে বলে জানান পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ। খবর যুগান্তর অনলাইন 

পরিদর্শক আব্দুল মাবুদ গণমাধ্যমকে বলেন, ৭ দিনের রিমান্ড চেয়ে হাফিজউদ্দিন আহমেদকে আদালতে পাঠানো হয়েছে। একই মামলায় গ্রেফতার হওয়া অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ ইসহাক মিয়ানকে শনিবার ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৭/৩১/৩৫ ধারায় পল্লবী থানায় র‌্যাবের দায়ের করা মামলায় এ দুজনকে শনিবার গ্রেফতার করে পুলিশ।

তারা ই-মেইলে বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যমূলক কথা-বার্তা আদান-প্রদান করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তবে বিএনপির দাবি, দলের ভাইস চেয়ারম্যান হাফিজকে রাজনৈতিক উদ্দেশে গ্রেফতার করা হয়েছে।