বুরকিনা ফাসোতে মসজিদে গুলি, নিহত ১৫

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ ০৮:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৬ বার।

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ চলার সময় এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মালি সীমান্তের কাছে বুরকিনা ফাসোর ওউদালান অঞ্চলের সালমোজি গ্রামের ওই মসজিদে ঢুকেই বন্দুকধারীরা গুলি চালায়।

বন্দুকধারীদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া কোনো পক্ষ এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার অনুগত বিদ্রোহীরা প্রতিবেশী মালি থেকে বুরকিনা ফাসোয় প্রবেশ করে। তারপর থেকেই দেশটির উত্তরাঞ্চলে নৃগোষ্ঠীগত ও ধর্মীয় উত্তেজনা দেখা দেয়। এখন বুরকিনা ফাসোতে এ ধরনের সহিংসতা ঘটছে।