আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় ছাত্র ফ্রন্টের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ ০৯:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৬ বার।

আবরার হত্যাকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও  ছাত্র রাজনীতি বন্ধের অপতৎপরতা রুখার দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নামে সামাজিক সংগঠন। রোববার বেলা ১১ টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার ঘণ্টাব্যাপী চলা ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ জেলা সদস্য মাসুদ পারভেজ, দিলরুবা নূরি, ছাত্র ফ্রন্ট জেলা সাংগঠনিক সম্পাদক, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের আহ্বায়ক মুক্তা আক্তার মীম, জেলা অর্থ সম্পাদক সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সচিব নিয়তি সরকার নিতু, জেলা স্কুল বিষয়ক সম্পাদক রিতু খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।  

এসময় বক্তারা বলেন, 'গত ৬ তারিখ রাতে বুয়েটে আবরারকে ডেকে নিয়ে নির্মমভাবে ছাত্র লীগের সন্ত্রাসীরা হত্যা করে এবং আজ সেই সন্ত্রাসীরা চিহ্নিত। ফলে বিচারহীনতার সংস্কৃতি পরিহার করে দ্রুত বিচার কার্য সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যদিকে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দিয়েছে অথচ ৬১’র অধ্যাদেশ অনুযায়ী বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ কিন্তু তা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের জন্য নয়। ছাত্র লীগের সন্ত্রাসী রাজনীতিকে প্রশাসন ঠাঁই দিয়েছে। ফলে তারা সেখানে গড়ে তুলেছে শিক্ষার্থীদের নির্যাতনের সেল। অন্য কোন সংগঠনের কাজ করতে দেয়া হত না। ফলে চাঁদাবাজি, হল দখল, টেন্ডার বাজি যখন যা খুশি করতো ছাত্র লীগের সন্ত্রাসীরা আর তাদের আশ্রয় দাতা ছিল বুয়েট প্রশাসন। সাধারণ শিক্ষার্থীরাও দাবি তুলেছে ছাত্র লীগের সন্ত্রাসী রাজনীতি বন্ধের। কিন্তু তারা বলেনি বিরোধী দল-মতকে দমন করার অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিতে। বুয়েট প্রশাসন এ অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে। যা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হয়েছে। প্রশাসন বিরোধী দল-মতকে দমন করতে চায়। তারই অংশ হিসেবে আবরার কে হত্যা করে তার রাজনৈতিক দেশপ্রেমী চেতনাকে দমন করা হলো।' 

এসময় বক্তারা আরো বলেন, 'এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রশাসন নিতে পারে না। বিচারহীনতার নৈরাজ্য চলছে দেশ। অতীতেও সনি হত্যা হয়েছে , আবু বকরকে হত্যা করা হয়েছে, বিশ্বজিৎ কে হত্যা করা হয়েছে তারা ন্যায্য বিচার পায়নি। ফলে নেতৃবৃন্দ তাদের আশংকা থেকে বলেন, এই হত্যাকান্ডের বিচার নিয়ে যেন কোন টালবাহানা না হয়। অপরাধীদের যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। সেইসাথে নেতৃবৃন্দ ছাত্র রাজনীতি বন্ধের চক্রান্ত বন্ধ করার আহ্বান জান্নান, ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।'