বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ ১২:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৫ বার।

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। 


রোববার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।


র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উজ্জল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিজুর রহমান, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আজাহার আলী মন্ডল, বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক আনিসুর রহমান, সি: ষ্টেশন অফিসার বজলুর রশিদ, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম।