আর্থিক ক্ষমতা না থাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯ ১৩:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৯ বার।

আর্থিক ক্ষমতা না থাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। খবর যুগান্তর অনলাইন

রোববার বিশ্ববিদ্যালয়ের সব কমিটির সমন্বয়ে একটি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মুহসীন উদ্দীন জানান, ভর্তি পরীক্ষা চালাতে হলে বিশ্ববিদ্যালয়ে আর্থিক ক্ষমতাধর ব্যক্তি দরকার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয় যারা পরিচালনা করে থাকেন তাদের পদ ফাকা। যে কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক কথায় আর্থিক ক্ষমতা না থাকায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পরীক্ষা সম্পর্কিত সভা শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আরিফ হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, ট্রেজারার না থাকাই আগামী ১৮ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু করা যাচ্ছে না। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।