আবার ইনজুরিতে নেইমার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৯ ০৫:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪২ বার।

বছর এখনো শেষ হয়নি। এর ভেতর তৃতীয়বার পড়লেন ইনজুরিতে। ক্যারিয়ারের সবচেয়ে বাজে বছর কাটানোর মৌসুমে নেইমার এ যাত্রায় ২২ অক্টোবরের আগে মাঠে ফিরতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। 

নেইমার নতুন ইনজুরিতে পড়েছেন রবিবার নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে। সিঙ্গাপুরে ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। মাত্র ১২ মিনিটের সময় হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন তিনি। 

ইনজুরির বিষয়ে নেইমারের জাতীয় দল কিংবা ক্লাবের পক্ষ থেকে এখনো কোনো ‘আপডেট’ জানানো হয়নি। মার্কা নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সামনের শুক্রবারের আগে তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। ওই দিন পিএসজি তাদের পরবর্তী ম্যাচ খেলবে।

বছরের শুরুতেই নেইমার পায়ের ইনজুরিতে পড়েন। তখন ৮৫ দিন মাঠে নামতে পারেননি। ফেরার দুই মাস বাদে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে আবার ইনজুরিতে পড়েন।

এরপর আগস্টে ক্লাবে ফিরলেও দলবদলের নানা গুঞ্জনের ভেতরে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাঠে নামা হয়নি।

ক্যারিয়ারে মোট ১৬ বার ইনজুরিতে পড়লেন নেইমার। চলতি বছরেই শুধু মাঠের বাইরে কাটিয়েছেন ১৭৫দিন। ২০১৭ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর এই ইনজুরিসহ অন্যান্য কারণে খেলতে পারেননি ৪০টি ম্যাচ!