বগুড়ার ধুনটে রেড ক্রিসেন্ট সোসাইটির নগদ টাকা ও বীজ বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ ১১:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩২৫ বার।

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ৮ প্রকার সবজি বীজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের উদ্যোগে মঙ্গলবার সকালে ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ১৫৭ টি পরিবারের মাঝে এসব প্রদান করা হয়। এতে প্রতিটি পরিবার সাড়ে ৪ হাজার টাকা এবং ঢেঁরস, করলা, লাউ, শসা, মিষ্টি কুমড়া, বরবটী, লাল শাক ও পুঁই শাকের বীজের একটি প্যাকেট পেয়েছেন।

টাকা ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের সেক্রেটারী একেএম সুরুত জামান। ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের কার্য-নির্বাহী কমিটির সদস্য এলিজা ইয়াসমিন কেয়া, ইন্টারন্যাশনাল ফেডারেল অব রেড ক্রস এর প্রতিনিধি মো: শরিফ খাঁন, বগুড়া ইউনিটের লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন, বগুড়া ইউনিটের যুব প্রধান রাশেদা খাতুন রানী ও ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেন।