আবরার হত্যাঃ বগুড়ায় সনাকের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ ১২:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৩ বার।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচী করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের সাতমাথায় চলা ওই মানববন্ধনে বক্তারা আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সনাকের সভাপতি মাছুদার রহমান হেলাল, সাবেক সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক বজলুল করিম বাহার, নিভা রানী সরকার, ইয়েস সহকারি লিডার সাঈদ আরশাদ এবং ইয়েস সদস্য আবুলখায়ের । এছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজের প্রতিনিধি, সনাক ও ইয়েস সদস্যরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে গত ৬ অক্টোবর নিহত হয় তড়িৎ কৌশল বিভাগের ছাত্র আবরার। এরপর থেকে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল এখন বুয়েট। এই ঘটনায় ছাত্রলীগ এরই মধ্যে ১১ জনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে।