সাদা ঘোড়ার পিঠে সর্বোচ্চ চূড়ায় চড়ে ভাইরাল কিম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ ১৩:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩০ বার।

ঘোড়া পিঠে করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ পাহাড়ে চড়লেন দেশটির নেতা কিম জং-উন। বরফাচ্ছাদিত পথে ঘোড়ার পিঠে চড়া কিমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খবর দেশ রুপান্তর অনলাইন

বিবিসি জানায়, একটি সাদা ঘোড়ার পিঠে করে উত্তর কোরিয়ার সর্বোচ্চ চূড়া বরফাচ্ছাদিত মাউন্ট পিকটু চড়েন কিম।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ তার এই পর্বতোরাহনের কিছু ছবি প্রকাশ করে।

তবে এ প্রথম তিনি এমন সাহসী কর্মকাণ্ড দেখাননি। আগেও ২৭৫০ মিটারের চূড়াটিতে চড়েন তিনি।

 

উত্তর কোরিয়ার মানুষের কাছে পাহাড়টি বেশ  তাৎপর্যপূর্ণ। চূড়াটিকে কেন্দ্র করে একটি বিশেষ জায়গা হচ্ছে কিমের বাবার জন্মস্থান। 

কেসিএনএ  জানায়, মাউন্ট পিকটুতে তার ঘোড়া পিঠে যাত্রা কোরিয়ান বিপ্লবের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। পাহাড়ের ওপর ঘোড়ার পিঠে বসে তিনি শক্তিশালী দেশ গড়ার সংগ্রামী ইতিহাসকে স্মরণ করেন।

২০১৭ সালেও তিনি নতুন বছরের ভাষণের কয়েক সপ্তাহ আগে মাউন্ট পিকটু ভ্রমণ করেন। সেই ভাষণে তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক বিরোধের বরফ গলার ইঙ্গিত দিয়েছিলেন