প্রভাবশালী ১০০ নারীর তালিকায় রোহিঙ্গা জেসমিন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ ১৩:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২১ বার।

এ বছরে বিশ্বে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা তৈরি করেছে বিবিসি। আর এতে স্থান পেয়েছেন মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা পরিবারের সন্তান জেসমিন আখতার। খবর বিবিসি ও সমকাল অনলাইন

জেসমিন একজন রোহিঙ্গা নারী। তার জন্ম বাংলাদেশের এক শরণার্থী শিবিরে। জন্মের কিছু আগেই তার বাবা মারা যান। এরপর শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে যান তিনি। 

ব্রিটেনে যাওয়ার পর ক্রিকেট খেলায় বিশেষ পারদর্শিতা দেখান জেসমিন। ব্র্যাডফোর্ড শহরে জেসমিন ও তার বন্ধুরা মিলে শুধু এশিয় বংশোদ্ভূত মেয়েদের একটি ক্রিকেট দল গড়ে তোলেন। এ বছর প্রথম স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়। সেবামূলক উদ্দেশ্যে চালু করা এই টুর্নামেন্টে ইংল্যান্ড দলের খেলোয়াড় হিসেবে মনোনীত হন জেসমিন।

তিনি বলেন, মুক্ত মানুষ হিসেবে প্রতিটি নিঃশ্বাস আপনাকে আরো বেশি আনন্দ দেয়। সেই অনুভূতি কেমন তা আমি জানি।

এ তালিকায় আরও স্থান পেয়েছেন ভারতশাসিত কাশ্মীরের মানবাধিকার কর্মী পারভীনা আহাঙ্গার, ইরানের এ্যাথলেট কিমিয়া আলিজাদেহ, সুইডেনের জলবায়ু পরিবর্তন বিরোধী আন্দোলনকারী গ্রেটা থানবার্গ, রাশিয়ার দুর্নীতিবিরোধী কর্মী লিউবভ সোবোল।