শাজাহানপুরে পুড়িয়ে ফেলা হলো ২ লাখ টাকার অবৈধ সোঁতি জাল

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ ১৪:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৯ বার।

বগুড়ার শাজাহানপুরে প্রায় দুই লাখ টাকা মূল্যের দু’টি অবৈধ সোঁতি জাল (ফিক্সড ইঞ্জিন) উপজেলা মৎস্য বিভাগ কর্তৃক আটক করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। 
উপজেলা মৎস্য বিভাগ  বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আমরুল ইউনিয়নে লক্ষীপুর গ্রামের বাঙ্গালী নদী সংলগ্ন খালে অভিযান চালিয়ে দু’টি সোঁতি জাল আটক করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসে। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুনের উপস্থিতিতে অবৈধ সোঁতি জাল দু’টি পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ জানিয়েছেন, অবৈধ সোঁতি জালের কারণে মুক্ত জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন আশংকা জনক হারে কমে যাচ্ছে। তাই মাছের স্বাভাবিক প্রজনন ও উৎপাদন অব্যাহত রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।