বগুড়ার শেরপুরে বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে চালক নিহতঃ আহত ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ ১৩:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৫ বার।

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ভটভটি চালক রুবেল হাসান (৩৫) নিহত হয়েছেন। তিনি জেলার শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের লোকমান হোসেনের ছেলে। এ ঘটনায় ভটভটির আরেক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শেরপুর ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী সৌখিন এন্টারপ্রাইজের (ঢাকা মেট্টো ব-১৪-৬৭৪৫) একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভটভটি চালক রুবেল হাসান ও যাত্রী শ্রীবোস চন্দ্র পাল গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে তাদের বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একইদিন দুপুরের দিকে চালক রুবেল মারা যান। তবে যাত্রী শ্রীবোস চন্দ্র পালের অবস্থা শঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্র তাকে জানিয়েছেন বলে জানান এই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ভটভটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা নেয়া হবে।