সিএসজি চালক হাসিব হত্যার প্রতিবাদে বগুড়ার বনানীতে মহাসড়কে মানববন্ধন

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ ১৩:২৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮৪ বার।

বগুড়ার বনানী-পেরীর হাট সড়কে চলাচলকারী হাসিব (২৩) নামের এক সিএসজি চালককে মারপিট ও গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার প্রতিবাদে  বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরতলীর বনানী এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে লাশের গাড়ি রেখে মানব বন্ধন করেছে সিএনজি চালকেরা। 
নিহত হাসিব বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরীরহাট গ্রামের বেলাল হোসেনের পুত্র। স্বজনেরা জানিয়েছেন, কয়েকদিন আগে কনসার্ট দেখতে গিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সাথে হাসিবের ছোট ভাই শাকিবের মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে গত সোমবার সকালে শাজাহানপুর উপজেলার মালিপাড়া বন্দরে প্রতিপক্ষের লোকজন হাসিব কে মারপিট করে এবং জোর করে গ্যাস ট্যাবলেট খাইয়ে দেয়। এতে হাসিব অসুস্থ হয়ে পড়লে গত বুধবার সকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসাপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।