বগুড়ায় ১৪৪ জন মেধাবী শিক্ষার্থীকে আশা'র বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ ১৩:৪০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৪ বার।

তশিক্ষার্থীদের পড়াশুনায় উৎসাহি করতে বেসরকারি সংস্থা আশা এর বগুড়া জেলা শাখা চলতি বছর ১৪৪ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১৪৪ জন শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে ১৪৪ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে এককালিন ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

আশা’র বগুড়া ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জল কুমার ঘোষ বৃত্তি প্রাপ্তদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। এসময় বিশেষ অতিথি জেলা শিক্ষা কর্মকর্তা হাসানুজ্জামান, আশা’র পরিচালক (প্রোগ্রাম), বগুড়া, মোঃ আবু হাসনাত চৌধুরী, যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মোঃ আলী আজগর ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন আশা’র জেলা ব্যবস্থাপক (সদর) মোঃ গোলাম মোস্তফা, জেলা ব্যবস্থাপক (শিবগঞ্জ) মোঃ এটিএম সরওয়ার জাহান, আশা’র জেলা ব্যবস্থাপক (শেরপুর) মোঃ মামুন আর রশিদ সহ আশা বগুড়া জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাগন। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক রেজাউল করিম ।