খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে বগুড়ায় বিএনপির মানববন্ধন

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৮ ১২:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২৮ বার।

দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াকে আরও একটি মামলায় সাজার রায় ঘোষণার প্রতিবাদে বুধবার দুপুরে বগুড়ায় বিএনপি নেতা-কমীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দুপুর ১২টার দিকে শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে মানবন্ধন রচনা করা  হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

মানবন্ধনে অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্যমূলকভাবে দোষী সাব্যস্ত করে তাকে ‘ফরমায়েসী’ রায়ের মাধ্যমে সাজা দেয়া হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে এই রায় বাতিলের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ কারাবন্দী সকল নেতা-কর্মীর মুক্তি দাবি করেন।
সমাবেশে বক্তারা দাবি করেন বর্তমান সরকারের ক্ষমতা আর বেশিদিন নেই। পুলিশ আর পেশীশক্তি দিয়ে দেশের মানুষকে আর দমিয়ে রাখা যাবে না। বক্তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাকে সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ শোকরানা, জেলা বিএনপির সহ-সভাপতি বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, লাভলী রহমান, যুবদল বগুড়া জেলা কমিটির সভাপতি সিপার আল বখতিয়ার ও স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা কমিটির সভাপতি শাহ্ মেহেদী হাসান হিমু