ধুনটে ব্যাংকের চেক চুরিঃ যুবলীগ নেতা গ্রেফতার

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৮ ১৪:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৮০ বার।

বগুড়ার অগ্রণী ব্যাংকের ধুনট শাখা থেকে গ্রাহকের চেক চুরির ঘটনায় সিসি ক্যামেরায় সনাক্ত যুবলীগ নেতা শরিফুল ইসলামকে (২৮) গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার গোপালনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের গজিয়াবাড়ী গ্রামের আলিমুদ্দিনের ছেলে। এ ঘটনায় উপজেলা যুবলীগ শরিফুল ইসলামকে সংগঠন থেকে বহিস্কার করেছে।

অগ্রণী ব্যাংকের ধুনট শাখার উপ-ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, গত সোমবার দুপুরে ব্র্যাকের এক কর্মকর্তা ২ লাখ ৭৬ হাজার ৫০৬ টাকার একটি চেক ব্যাংকে জমা দেন। এসময় শামীম আহমেদ চেকটি রেজিষ্টারভুক্ত করে খাতার ভেতর রেখে জরুরী কাজে অন্য কর্মকর্তার টেবিলে যান। এ সুযোগে যুবলীগ নেতা শরিফুল ইসলাম চেকটি চুরি করে ব্যাংক থেকে পালিয়ে যান। পরে চেকটি খুঁজে না পাওয়ায় ব্যাংকের সিসি ক্যামেরায় ভিডিও দেখে চুরির ঘটনা ও শরিফুল ইসলামকে সনাক্ত করা হয়। বিকেলে চুরি যাওয়া চেকে আগের লেখা মুছে দিয়ে নিজের নাম লিখে ব্যাংকে জমা দেন শরিফুল ইসলাম। এসময় ব্যাংক কর্মকর্তারা তাকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় ব্যাংকের উপ-ব্যবস্থাপক শামীম আহমেদ বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় যুবলীগ নেতা শরিফুলকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে হাজির করে।

উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান বলেন, যুবলীগ নেতা শরিফুল ইসলামের বিরুদ্ধে কয়েকটি মৌখিক অভিযোগ পেয়েছিলাম। অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার জন্য তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।  

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, ব্যাংক থেকে চেক চুরির ঘটনায় যুবলীগ নেতা শরিফুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।