চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ল শতাধিক দোকান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ ০৬:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২২ বার।

চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে মার্কেটের শতাধিক দোকান। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার ভোররাতে মার্কেটটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর সমকাল অনলাইন 

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (মিডিয়া) মো. জসীম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে নগরীর ৩ টি স্টেশন থেকে ১৩ টি গাড়ি এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও একটি স্টেশন থেকে ২টি গাড়ি আনা হয়। আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি গাড়ি আগুন নেভানোর কাজে অংশ নেয়।

তিনি জানান, সবার সম্মিলিত চেষ্টায় ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মার্কেটে বিভিন্ন কাপড়ের দোকান ও গোডাউন ছাড়াও দাহ্য বস্তু রয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কোনো পক্ষ।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা জসীম উদ্দীন জানান, অনুসন্ধানের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বলা যাবে।