সন্ন্যাস জীবন ধারণ করেছেন

নিখোঁজ সুভাষ বাউলকে পাওয়া গেল কুষ্টিয়ায়

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ ০৭:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৯ বার।

নিখোঁজের ২৫ দিন পর খ্রিষ্টান বাউল সুভাষ রোজারিও ওরফে খ্যাপা বাউলকে উদ্ধার করা হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার হরিনারায়ণপুর শ্মশান থেকে তাকে উদ্ধার করা হয়। খবর সমকাল অনলাইন 

তিনি জানান, সুভাষ রোজারিওকে অপহরণ করা হয়নি। তিনি সন্ন্যাস জীবন ধারণ করেছিলেন।

গৌতম কুমার বিশ্বাস আরও জানান, চাটমোহর থানায় দায়েরকৃত জিডির সূত্র ধরে তাকে খুঁজে বের করতে মাঠে নামে পাবনা পুলিশ। তাকে অপহরণের অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানায় একটি মামলা থাকায় উদ্ধারের পর তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে সুভাষ রোজারিও নিখোঁজ হওয়ার পর তার ভাই লুইস রোজারিও সাংবাদিকদের জানিয়েছিলেন, গত ২৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইলের নিজ বাড়ি থেকে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে চাটমোহর রেলস্টেশনে আসেন সুভাষ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পরিবারের অভিযোগ ছিল, চাটমোহর রেলস্টেশন থেকে কোনো সন্ত্রাসী চক্র তাকে অপহরণ করেছে। ওই ঘটনায় চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।