৩১ কেজি ওজনের বাঘাইড়

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৮ ১৪:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৬২ বার।

বগুড়ায় যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় বাঘাইড় মাছ। ধুনট বাজারে উঠছে বিশাল আকৃতির এসব মাছ। বড় দেহের মাছ দেখার জন্য বাজারে ভিড় জমছে মানুষের। বুধবার ধুনট বাজারে বিক্রি হয়েছে ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ।

ধুনট বাজারের মাছ ব্যবসায়ী সুকুমার জানান, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর এলাকায় যমুনা নদীতে প্রায়ই জেলেদের জালে ধরা পড়ছে বিশাল আকৃতির বাঘাইড় মাছ। কুতুবপুর থেকে ধুনট উপজেলা সদর নিকটে হওয়ায় এসব মাছ উঠছে এই বাজারে। এখানে ক্রেতা না মিললে মাছ চলে যায় বগুড়া ও সিরাজগঞ্জ জেলা শহরে। এছাড়া বাজারে প্রতিদিনই ছোট-বড় অসংখ্য বাঘাইড় মাছ বিক্রি হচ্ছে।

ওই মাছ ব্যবসায়ী আরো জানান, বুধবার সকাল বাজারে বিক্রি হয়েছে ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ। প্রতি কেজি ৭০০টাকা দরে ২১হাজার ৭০০টাকায় মাছটি বিক্রি করা হয়েছে। এরআগে গত সপ্তাহে ৪১ কেজি ওজনের বাঘাইড় মাছ বিক্রি ৪১হাজার টাকা বিক্রি হয়েছে।