বগুড়ায় গ্লোরী জাতের করলা প্রদর্শনীয় ফসলের ফলাফল পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ ১২:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৩ বার।

বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঁদবাড়িয়া এলাকায় উন্নত জাতের গ্লোরী করলা প্রদর্শনীয় ফসলের ফলাফল পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সারাদেশে প্রথম গ্লোরী করলা বাজারজাতকারী প্রতিষ্ঠান এ আর মালিক সিডস প্রাঃ লিঃ এর আয়োজনে চাঁদবাড়িয়া কৃষি মাঠে শনিবার দুই শতাধিক কৃষকদের উপস্থিতিতে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে আলম । প্রধান অতিথির তিনি জমিতে ক্ষতিকারক কীটনাশক ব্যবহারের ফলে মানবজীবনে পরা বিভিন্ন নেতিবাচক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন এবং কৃষকদের সচেতন হওয়ার আহবান জানান। সেই সাথে কৃষকদের যেকোন সমস্যায় তিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। প্রদর্শনীয় ফসলের ফলাফল পর্যালোচনা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান , উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, সাংবাদিক মিজানুর রহমান, টিএসএমই ইউসুফ আলী প্রমুখ। আনুষ্ঠানের সার্বিক তত্ববধানের ছিলেন এমডিই অনিমেষ চন্দ্র রায়। সভা পরবর্তী চাঁদবাড়িয়ার কৃষক সাইফুল ইসলাম ও মোহাম্মদের জমিতে গ্লোরি জাতের করলা ক্ষেত পরিদর্শন করেন কৃষি কর্মকর্তারা।