মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বগুড়ায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৯ ১৩:১৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫১৩ বার।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার(এসডিজি) অন্যতম লক্ষ্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে শিক্ষা ক্যাডারের করণীয় ও সম্ভাবনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক মিলনায়তনে বগুড়া জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্য সচিব প্রফেসর মোঃ শাহেদুল খবির চৌধুরী।

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক, সরকারি শাহ এয়তেবারিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ, সরকারি আজিজুল হক কলেজের প্রফেসর এটিএম মাহবুবুল হান্নান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক দেবলুলাল দাস, শাহ সুলতান কলেজের গোলাম কিবরিয়া, বগুড়া সরকারি কলেজের সরকারি অধ্যাপক ড. মনসুর আহমেদ, সরকারি আজিজুল হক কলেজের সহকারি অধ্যাপক এনামুল করিম এবং প্রভাষক ফিরোজ মিয়া। বক্তারা মানসম্মত শিক্ষা নিশিচতকরণে বিভিন্ন কর্ম পরিকল্পনা এবং শিক্ষকদের বাধাসমূহ দূর করণে জোর দাবী জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি আজিজুল হক কলেজের সহকারি অধ্যাপক ড. মীর ত্বাইফ মামুন মজিদ। অনুষ্ঠানে বিসিএস শিক্ষা সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বগুড়ার ৯টি সরকারি কলেজ ও মাদ্রাসার প্রায় সাড়ে ৪শ’ শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।