বগুড়ার ধুনটে সেপটিক ট্যাংকে ঢুকে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ ০৬:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৬ বার।

বগুড়ার ধুনটে পুরাতন সেপটিক ট্যাংকের ভেতরের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মহিদুল ইসলাম (৩৫) ও মিনহাজুল (২৭) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে ওই ঘটনা ঘটে। 
নিহত ওই দুই শ্রমিকের বাড়ি গাবতলী উপজেলার তল্লাতলা গ্রামে। মহিদুল ওই গ্রামের সৈয়দ আলীর ছেলে এবং মিনহাজুলের বাবার নাম তাজেম মণ্ডল। ওই ঘটনায় ধুনট থানায় একটি অস্বভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
ধুনট থানার কর্তব্যরত অফিসার এএসআই শাজাহান আলী জানান, উপজেলার লাংলু গ্রামের বেলাল হোসেন আকন্দের বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ চলছে। ক’দিন আগে ওই ট্যাংকের ছাদ ঢালাই দেওয়া হয়। রোববার সকালে মহিদুল ও মিনহাজুল ঢালাই কাজে ব্যবহৃত সাটারিং খোলার জন্য সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতাললে নেওয়ার পথে তাদের মৃত্য হয়।