বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ ১০:১০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৭ বার।

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম মো. রবিউল ইসলাম (৩৪)। গত শনিবার (১৯ অক্টোবর) রাত অনুমান আটটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম রাজবাড়ি জেলা সদরের ডাউকি গ্রামের আব্দুল হামিদ খানের ছেলে। তিনি সেনাবাহিনীর কর্পোরাল পদবিতে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ে কমর্রত ছিলেন। বিগত ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, গত বৃহস্পতিবার (১৭অক্টোবর) তিনি দুইদিনের ছুটিতে গ্রামের বাড়িতে যান। ছুটি শেষে রবিউল শনিবার ব্যক্তিগত মোটরসাইকেলে বগুড়া সেনানিবাসের ডিজিএফআই কার্যালয়ে ফিরছিলেন। একপর্যায়ে মহাসড়কের উক্ত স্থানে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের একটি যাত্রীবাহী বাস তাঁকে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ১০ বছর বয়সী এক ছেলের জনক। তার মরদেহ বগুড়া সেনানিবাসে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা নেয়া হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।