১৭ মাসে ১০ বার শ্রেষ্ঠ ওসি বগুড়া সদর থানার জামান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ ১১:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪০০ বার।

আবারো জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান। শনিবার সকালে জেলা পুলিশ লাইন্সের অডিটরিয়ামে পুলিশ মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার হাতে ক্রেস্ট তুলে দেন।

সংশ্লিস্ট সূত্র জানায়, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিস্পত্তি ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরস্কার দেয়া হয়।
বগুড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা সদর থানায় ওসি হিসেবে ২০১৮ সালের ১২ মে যোগদান করেন এসএম বদিউজ্জামান। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী,মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল মাদক ও অস্ত্র। কাজের মূল্যায়ন স্বরূপ ১৭ মাসে তিনি বগুড়া জেলায় ১০ বার শ্রেষ্ঠ ওসির পুরুস্কার লাভ করেছেন।

এছাড়াও তিনি ২০০০ এবং ২০১৮ সালে আইজিপি পদকেও ভূষিত হয়েছেন। 

ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্নের ব্যাপারে জানতে চাইলে তিনি পুণ্ড্রকথাকে জানান, বগুড়াকে মাদক, বাল্যবিয়ে এবং সন্ত্রাসমুক্ত করতে চান। এতে সবার সহযোগিতাও কামনা করেছেন তিনি।