১৫ মিনিটের বেশি থাকলেই আপত্তি জানাবে টয়লেট!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ ১৩:২৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৬ বার।

চীনে নতুন ধরনের টয়লেট স্থাপন করা হয়েছে। এসব স্মার্ট টয়লেটে ১৫ মিনিটের বেশি কেউ অবস্থান করলেই স্বয়ংক্রিয়ভাবে আপত্তি বেজে উঠবে। খোঁজ নিতে আসবে মিউনিসিপ্যালটির কর্মীরা। 

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানায়, চীনের রাজধানী সাংহাইজুড়ে ১৫০টির মতো স্মার্ট টয়লেট নির্মাণ করা হয়েছে। এসব টয়লেটে কেউ ১৫ মিনিটের বেশি থাকলে টয়লেট আপত্তি জানাতে থাকবে। সেই টয়লেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠাবে।

চীন এসব স্মার্ট টয়লেট তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করেছে। তারই অংশ হিসেবে এবার এই প্রযুক্তির টয়লেট তৈরি করা হলো।

জানা গেছে, প্রতিটি স্মার্ট টয়লেটে মানব শরীরের সেন্সরের পাশাপাশি এমন সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ভেতরে যে ব্যক্তি থাকবে, তাকে শনাক্ত করা যাবে। একই সঙ্গে কোনো ব্যক্তি টয়লেটে কতক্ষণ ধরে বসে আছে, সেগুলোও এসব প্রযুক্তি ব্যবহার করেই জানাবে স্মার্ট টয়লেটগুলো।