বগুড়া নেকটারে শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণে যুগ্ম সচিব মাহাবুবুর রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ ১৩:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৭ বার।

বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন ও অর্থ) এস. এম. মাহাবুবুর রহমান বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। বর্হিবিশ্বের সাথে তাল মিলিয়ে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে’ নিজেদের উন্নয়নের মাধ্যমে সোনার বাংলা গড়তে তিনি ঐক্যবদ্ধভাবে সকলকে ভূমিকা রাখার আহবান জানান।
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) বগুড়ায় শনিবার একাডেমীর মিলনায়তনে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলীর ৩০ দিন মেয়াদি ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ কোর্স ২০১৯-২০ অর্থ বছরের ২য় পর্যায় এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। নেকটার বগুড়ার পরিচালক শাফিউল ইসলাম (উপ-সচিব) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আইসিটি খাতে ইতিবাচক পরিবর্তন সাধনের জন্য এবং প্রতিনিয়ত মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য নেকটার পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন নেকটার বগুড়ার উপ-পরিচালক আলহাজ্ব মুহা: মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানে সহকারী প্রশিক্ষক খোদেজা বেগম। উল্লেখ্য, দেশের প্রায় ৪৭টি জেলার ১০০টি উপজেলার ১৩৬ জন শিক্ষক উক্ত ৩০ দিন মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করবেন যা শেষ হবে আগামী ১৭ নভেম্বর।