আয়োজনে এসএমসি ও আরএসি

বগুড়ায় ছাত্রীদের মাঝে ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ অক্টোবর ২০১৯ ১২:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১৯ বার।

বগুড়ায় ২টি মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে ৩শ’ ছাত্রীদের মধ্যে ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় স্যোশাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) এবং রিহ্যাবিলিটেশন ফর এ্যাবিউজড চাইল্ড'র (আরএসি) উদ্যোগে শিবগঞ্জের মাঝিহট্ট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ওই স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এছাড়াও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যবিধি, শিশু ও যৌন নির্যাতন প্রতিরোধে করণীয়  বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এসএমসি’র নর্থ ডিভিশনের প্রধান কাজী মোঃ জাফরুল্লাহ, সেলস ম্যানেজার মোঃ কামাল, এরিয়া এক্সিকিউটিব এএসএম শামসুল আলম, সেলস প্রমোশন অফিসার শামীম শাহরিয়ার, আরএসির প্রধান সাজিয়া আফরিন সোমা এবং গাইনী বিশেষজ্ঞ ডাঃ জান্নাতুত তাবাসসুম শান্তা এবং বিতার্কিক অরুপ রতন শীল।

আলোচনা সভা থেকে ছাত্রীদের ন্যাপকিন রাখার একটি আলমারি প্রদান করা হয়।