ছেলের রডের আঘাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ ০৭:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৩ বার।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছেলের রডের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে উপজেলার লতীফপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর সমকাল অনলাইন 

নিহত আব্দুল ওয়াদুদ বাবুল (৫৫) কাপাসিয়া তরগাঁও এলাকার একটি গার্লস হাই স্কুলের শিক্ষক। আর তার ছেলে এমদাদ হাসমী রাতুলকে (২৫) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্র।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, স্কুলশিক্ষক বাবা তার ছেলের চাহিদা মত অর্থ দিতে না পারায় দুজনের মধ্যে জটিলতা চলছিল। এ নিয়ে সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাবার মাথায় রড দিয়ে আঘাত করেন রাতুল। গুরুতর আহত অবস্থায় বাবুলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, বাবুলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।