বগুড়ার ধুনটে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে মার্কেট নির্মাণ কাজের উদ্বোধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ ১২:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬২ বার।

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের খাটিয়ামারী হাটে ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে দ্বিতল মার্কেট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় নির্মাণকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য হাবিবর রহমান। পরে তিনি ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবর রহমান বলেন, শহরের সকল সুযোগ সুবিধা গ্রামে পৌছে দেওয়ার মাধ্যমে গ্রামকে শহর করার পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। ধুনটের নিভৃত এই পল্লী গ্রামে সরকারি ভাবে আধুনিক দ্বিতল মার্কেট নির্মাণ সরকারের পরিকল্পনার অংশ। তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে উন্নয়নে কোনো বিভাজন থাকে না। শহরে যেমন উন্নয়ন হয়, গ্রামেও সমানতালে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকে।

ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আবু তালিম হোসেন, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম ও গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম।

উল্লেখ্য, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের তত্তাবধায়নে ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ৪তলা ফাউন্ডেশন এবং দ্বি-তল মার্কেট নির্মাণকাজ করছে মেসার্স জেরিন এন্টার প্রাইজের আমিনুর রহমান।