বগুড়ার শাজাহানপুরে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ ১২:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৫ বার।

বিজ্ঞান বিষয়কে জনপ্রিয় করা ও বিজ্ঞান শিক্ষার্থীদের প্রণোদনা প্রদানের লক্ষ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের আর্থিক নির্দেশনায় মঙ্গলবার বগুড়ার শাজাহানপুরে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। প্রতিষ্ঠান প্রধান, বিজ্ঞান শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকগণের সমন্বয়ে অনুষ্ঠিত সেমিনারে ‘মেবাইল আসক্তি: প্রযুক্তির অপব্যবহার’ শীর্ষক মূল প্রবন্ধ উপাস্থাপন করেন বগুড়া ক্যাণ্টনমেণ্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা। উপজেলা একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষ এবং মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।