বগুড়ায় ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহননকারী সেই যুবকের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ ১২:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৮৭ বার।

বগুড়ায় ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহননকারী সেই যুবকের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম সবুজ(২০)। অটোরিকশা চালক সবুজ জেলার ধুনট উপজেলার উত্তর কান্তনগর গ্রামের মোল্লা প্রামাণিকের ছেলে। ময়না তদন্ত শেষে বিকেলে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির অ্যাসিসটেন্ট সাব ইন্সপেক্টর (এএসআই) লিপি সরকার জানান, সবুজ সকাল ৮ টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট থেকে অর্ধ কিলোমিটার পশ্চিমে সান্তাহার থেকে লালমনিরহাটগামী ট্রেন পদ্মরাগ ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লিপি সরকার বলেন, তাৎক্ষণিকভাবে আত্মহননকারী ব্যক্তির পরিচয় পাওয়া যাচ্ছিল না। তবে তার পরনের প্যান্টের ভেতর থেকে ভেঙ্গে যাওয়া একটি মোবাইল ফোনের সিমকার্ড খুলে অন্য মোবাইল ফোনে অ্যাকটিভ করা হয়। এরপর তার নম্বরে আসা কলের সূত্র ধরে মঙ্গলবার বিকেল সাড় ৪টার দিকে নিহত ব্যক্তির নাম সবুজ বলে তারা নিশ্চিত হন। ময়না তদন্ত শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রেলওয়ের বোনারপাড়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

রেলওয়ে পুলিশের এএসআই লিপি সরকার বলেন, লাশ নিতে আসা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবুজ পেশায় একজন অটোরিকশা চালক। অবিবাহিত সবুজের সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে সে আত্মহননের পথ বেছে নিয়েছে।