আয়োজনে জাগো ফাউন্ডেশন

জাতিসংঘের বেইজিং ঘোষণা নিয়ে বগুড়ায় আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ ১৩:৫০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫১১ বার।

জাতিসংঘের বেইজিং ঘোষণার পর্যালোচনার লক্ষ্যে বগুড়ায় প্লানারি সেশন আয়োজন করেছে জাগো ফাউন্ডেশনের ইয়ুথ উইং ভলেন্টিয়ার  ফর বাংলাদেশ(ভিবিডি)ও ইউএন ওমেন। মঙ্গলবার শেরপুরের পল্লী উন্নয়ন একাডেমীতে ওই অনুষ্ঠানে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতন করা হয়।হয়। এতে বক্তব্য রাখেন ইউএনএফপি'র ডিস্ট্রিক ফ্যাসিলিটেড তসলিমা নাসরিন, পল্লী উন্নয়ন একাডেমীর পরামর্শক ড. একেএম জাকারিয়া,পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক সারাওয়াত রশিদ,  ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তর অঞ্চলের ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলু, জাগো ফাউন্ডেশনের ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার খন্দকার মাহবুব এ হাসিব, সৌরভ সাহা এবং মিজানুর রহমান। অনুষ্ঠানে বেইজিং কর্ম পরিকল্পনা এবং নারীদের অগ্রগতিতে ১২ টি প্রতিবন্ধকতাও দেখানো হয়।     

১৯৯৫ সালে চীনের রাজধানী বেইজিংয়ে জাতিসংঘ কর্তৃক আয়োজিত ৪র্থ বিশ্ব নারী সম্মেলনের ২৫ বছর পূর্তি হবে ২০২০ এ। এ সম্মেলনে গৃহীত বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন, পর্যালোচনার মাধ্যমে বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি, চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণে করণীয় নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে সম্প্রতি বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং ইউএন উইমেন বাংলাদেশ-এর সহযোগিতায় ‘বেইজিং+২৫ পর্যালোচনা : নাগরিক সমাজের সম্পৃক্তি’ বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।