সাকিবরা বাংলাদেশের ক্রিকেটের ইমেজ নষ্ট করেছে: পাপন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ ১৫:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৮ বার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ক্রিকেটারদের দাবি-দাওয়া থাকতেই পারে। ওরা আমাদের কাছে বলতে পারত। কিন্তু আমাদের না বলে মিডিয়াতে বলায় দেশের ক্রিকেটের ইমেজ নষ্ট হয়েছে। খবর যুগান্তর অনলাইন 

ক্রিকেটারদের ১১ দফা দাবি নিয়ে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পাপন বলেন, ওরা মিডিয়াতে বলায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বিদেশি সব দেশের ক্রিকেট বোর্ড জেনেছে। এনিয়ে বিদেশি সংবাদ মাধ্যমে প্রতিবেদন হচ্ছে।

পাপন আরও বলেন, আইসিসিসহ বিদেশি ক্রিকেট বোর্ডগুলো ভাবছে বাংলাদেশের ক্রিকেটে জামালে হচ্ছে। দেশের ক্রিকেটের ১২টা বেজে গেছে। বাংলাদেশের ক্রিকেটের ইমেজ নষ্ট করে সাকিবরা সফল হয়েছে।

তিনি আরও বলেন, তাদের যদি দাবি দাওয়া থাকে আমরা যদি না শুনি তাহলে অ্যাকশনে যেতে পারত। কিন্তু আমাদের না জানিয়ে সরাসরি মিডিয়ায় বলে ঠিক কাজ করেনি।