বিপ্লবের ভগ্নিপতি ও দোকান কর্মচারীকে উদ্ধার করল র‌্যাব

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ ০৬:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২০ বার।

ভোলার সহিংসতার পর নিখোঁজ বিপ্লব চন্দ্র শুভর ভগ্নিপতি বিধান বসু ও তার দোকান কর্মচারী সাগরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার রাতে এ দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভোলার দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এ দুজন নিখোঁজের ঘটনায় দুলারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বিধানের বাবা বিনয় বসু।

প্রসঙ্গত, ভোলার বোরহানউদ্দিনে ফেইসবুকে মহানবী (সা.)-এর অবমাননা করে বক্তব্য প্রচারের সূত্র ধরে ‘তৌহিদী জনতা’র ব্যানারে রবিবার একদল মানুষের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে চারজন নিহত ও পুলিশসহ দেড় শতাধিক আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবকের ফেইসবুক আইডির মেসেঞ্জার থেকে গত শুক্রবার মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর বক্তব্য ছড়ানো হয়।

পুলিশ বলছে, গত শুক্রবার রাতে ওই যুবক থানায় এসে তার ফেইসবুক আইডি হ্যাকড হওয়ার অভিযোগ করে জানায় যে, তার ওই হ্যাকড হওয়া আইডি থেকে এরকম বক্তব্য ছড়ানো হচ্ছে।

ঘটনার পর পুলিশ ওই যুবককে হেফাজতে নিয়ে তার সাহায্যে আইডি হ্যাক ও মহানবীকে (সা.) অবমাননা করে বক্তব্য প্রচারের অভিযোগে গত শনিবার শাকিল শরীফ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে।

সহিংস ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন বিপ্লব চন্দ্র শুভর ভগ্নিপতি বিধান বসু ও তার দোকান কর্মচারী সাগর। তাদেরকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করে পরিবার।