পৃথিবীতে আমিই সবচেয়ে উন্নত মানুষ: ট্রাম্প

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ ০৭:০৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৬ বার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘লোকে বলে, আমার এখনও অনেক মানসিক উন্নতি প্রয়োজন। তোমাদের কি মনে হয় না আমার যথেষ্ট উন্নতি হয়েছে। এমনকি এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে তাদের সবার চেয়ে আমিই সবচেয়ে উন্নত মানুষ।’ সম্প্রতি জি-৭ সম্মেলন আয়োজন নিয়ে তীব্র বিতর্কের মধ্যে তিনি এ মন্তব্য করেন।

চলতি বছর জি-৭ সম্মেলন শেষে কোনো আলোচনা ছাড়াই তিনি ঘোষণা দেন, আগামী সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে তার মালিকানাধীন গলফ মাঠে। তখন থেকেই এ নিয়ে তুমুল সমালোচনা ও বিতর্ক চলছে।

বিরোধীরা বলছেন, নিজের ব্যবসা-বাণিজ্যের প্রসারেই প্রেসিডেন্ট ট্রাম্পের এই চেষ্টা। সেই সমালোচনার জবাব দিতে গিয়ে হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এসব কথা বলেন। তবে ট্রাম্পের ওই ঘোষণার পর থেকেই বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি বলে আসছে, প্রেসিডেন্টের দফতরকে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার কাজে ব্যবহার করছেন ট্রাম্প। হোয়াইট হাউসের ঘোষণা তারই প্রমাণ। 

এমন সমালোচনার মুখেই ওই পরিকল্পনা থেকে পিছু হটলেন ট্রাম্প। শনিবার ট্যুইটারে দেয়া পোস্টে তিনি বলেন, হোয়াইট হাউসের এ সংক্রান্ত পরিকল্পনা তিনি বাতিল করে দেবেন।