বগুড়ায় কবি জীবনানন্দ দাশের ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ ০৭:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৬ বার।

বগুড়ায় কবি জীবনানন্দ দাশের ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করেন বগুড়া জীবনানন্দ পরিষদ। মঙ্গলবার রাতে শহীদ টিটু মিলনায়তনের উচ্চারণ একাডেমীর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও কবিতা পাঠে সভাপতিত্ত্ব করেন সংগঠনের সভাপতি এস এম আনিছুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, অতিথি হিসেব উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার সহ-সভাপতি আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা ও উচ্চারণ একাডেমীর পরিচালক এ্যাড. পলাশ খন্দকার, কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির, কথাসাহিত্যিক হোসনে আরা মনি, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক, সংস্কৃতজন আনোয়ার মল্লিক। কবি জীবনানন্দ দাশের কবিতা পাঠ করেন কবি সারমিন সীমা, প্রতত সিদ্দিক, আবু রায়হান, আমিনুল ইসলাম রনজু, শুভ্রা সাহা, শেখ ফরিদ, হিরণ্য হারুন, সজীব মাহমুদ প্রমুখ।