অংশ নেবে ৩ শত নাট্যকর্মী

বগুড়ায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ গ্রাম থিয়েটারের বিভাগীয় সম্মেলন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ ১২:৪২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৬ বার।

বগুড়ায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ গ্রাম থিয়েটারের রাজশাহী ও রংপুরের বিভাগীয় সম্মেলন। আগামী ২৫ অক্টোবর শুক্রবার স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দুই বিভাগের প্রায় ৩ শত নাট্যকর্মী অংশগ্রহণ করবে। 

 বাংলাদেশ গ্রাম থিয়েটারের রাজশাহী ও রংপুরের বিভাগীয় সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনের সভাপতি বাংলা নাটকের সুবর্ণপুত্র নাসির উদ্দিন ইউসুফ। এরপর সকাল ১০ টা থেকেই দিনব্যাপী থাকবে বর্ণাঢ্য নাটকীয় উদ্বোধন, আনন্দ পদযাত্রা, তাত্ত্বিক আলোচনা, পালাগান, ভাওয়াইয়া গান, বৃন্দ আবৃত্তি ও নাটক।

বাংলাদেশ গ্রাম থিয়েটারের বিভাগীয় সম্মেলন সফল করার জন্য গতকাল মঙ্গলবার বগুড়া থিয়েটার কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সহ সভাপতি পলাশ খন্দকার।

সম্মেলন সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, কেন্দ্রীয় পর্ষদের সদস্য আব্দুল হান্নান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া থিয়েটারের যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক জাকিউল ইসলাম সবুজ, প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা জিয়ন, আরো উপস্থিত ছিলেন খন্দকার এনাম, রুবল লোদী, এস, এম, বেলাল হোসেন, অলক পাল, বিধান কৃষ্ণ রায়, সুপিন বর্মন, সবুজ চন্দ্র, ওসমান গণি, মাহবুবে সোবহানি, জাহেদুর রহমান, নির্মল মাহাতো, আশিক এবং নিবিড়।

বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না বলেন, 'গ্রাম থিয়েটারের সাড়ে তিন'শ সংগঠন সারা বাংলাদেশে কাজ করছে। ইতোমধ্যে সারাদেশে আঞ্চলিক সম্মেলন সমাপ্ত হয়েছে। সম্মেলন নাট্যকর্মীদের উজ্জিবীত করছে। বগুড়ার বিভাগীয় সম্মেলন সফল করার জন্য তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।'

উল্লেখ্য, বিভাগীয় সম্মেলন সমাপ্তির পর আগামী ১,২,৩ নভেম্বর ঢাকা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে জাতীয় সম্মেলন। বিভিন্ন আঞ্চলিক সম্মেলন ও বিভাগীয় সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে নাট্যকর্মীদের মধ্যে প্রাণের সাড়া পড়েছে।