ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ার জলেশ্বরীতলায় ৪ রেস্টুরেন্টে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ ১৪:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯১২ বার।

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, বাসি খাবার সরবরাহ এবং লাইসেন্স ব্যতিত রেস্টুরেন্ট চালানোর অপরাধে বগুড়ায় চার রেস্টুরেন্টকে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বুধবার জলেশ্বরীতলায় ৩ ঘণ্টার ওই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবদুর রহমান ও ফেরদৌস আরা। এসময় বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের(এপিবিএন) সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ।

এপিবিএন এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, বাসি খাবার সরবরাহ এবং লাইসেন্স ব্যতিত রেস্তোরা চালানোর অপরাধে “রাজধানী ডিনার রেস্তোরা” এর প্রোপাইটর মোঃ আব্দুল হিল বাকী (২৮) কে ৮ হাজার, “জিভেজল রেস্তোরা” এর প্রোপাইটর মোঃ ফতে আলম ইবনে (৫৫) কে ১০ হাজার,  “রাজধানী ডিনার রেস্তোরা” এর প্রোপাইটর মোঃ আব্দুল হিল বাকী (২৮) কে ৬ হাজার এবং “নিউ ফুট পার্ক রেস্তোরা” এর প্রোপাইটর মোঃ জাহাঙ্গীর আলম (৩৭) কে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।