বিশ্রামে কোহলি, ভারতের টি-টোয়েন্টি দলে নতুন মুখ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ ১৩:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৫ বার।

নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। প্রথমবার ডাক পেয়েছেন মুম্বাইয়ের অলরাউন্ডার শিবম দুবে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোহলি না খেললেও টেস্টে আছেন। সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।

দলে যথারীতি নেই মহেন্দ্র সিং ধোনি। তার সঙ্গে নির্বাচকেরা কথা বলে নতুনদের সুযোগ দেওয়ার বিষয়টি জানান।

নভেম্বরের ৩, ৭, এবং ১০ তারিখে দিল্লি, রাজকোট এবং নাগপুরে ম্যাচ তিনটি খেলবে দুই দল। এর পর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

সাদা পোশাকের প্রথম ম্যাচ ১৪ নভেম্বর। ২২ তারিখ কলকাতার ইডেনে হবে দ্বিতীয়টি। এই ম্যাচে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা।

টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলীল আহমেদ, শিবম দুবে, শার্দুল ঠাকুর।

টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়ানক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমন গিল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক)।