মেসির পরই আত্মঘাতী গোল!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ ১৪:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৫ বার।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সাফল্য মানেই যেন লিওনেল মেসির গোল। ইউরোপ সেরা প্রতিযোগিতায় এরনেস্তো ভালভেরদের অধীনে দলের সর্বোচ্চ গোলদাতা  আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এই সময়ে ক্লাবটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার নামটা শুনলে একটু অবাকই হতে হয়। নামটা যে ‘আত্মঘাতী’!

স্লাভিয়া প্রাহার মাঠে বুধবার বার্সেলোনার ২-১ ব্যবধানে জয়ের ম্যাচেও জালের দেখা পেয়েছেন মেসি। অন্যটি আত্মঘাতী।

২০১৭/১৮ মৌসুমের শুরু থেকে চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে মোট সাতটি আত্মঘাতী গোল পেল ভালভেরদের দল। এই সময়ে বার্সেলোনা সর্বাধিক গোল এসেছে মেসির কাছ থেকে-১৯টি। চারটি করে গোল করেছেন উসমান দেম্বেলে ও লুইস সুয়ারেস।

২০১৭/১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের দুই লেগেই বার্সেলোনার বিপক্ষে আত্মঘাতী গোল করেছিল স্পোর্তিং। সেবার গ্রুপ পর্বেই অলিম্পিয়াকোসের বিপক্ষেও আত্মঘাতী গোল পেয়েছিল লা লিগার ক্লাবটি। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে রোমার বিপক্ষে দুটি আত্মঘাতী গোল উপহার পেয়েছিল টুর্নামেন্টের পাঁচবারের চ্যাম্পিয়নরা।

আর গত মৌসুমে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে আত্মঘাতী গোল করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ডিফেন্ডার লুক শ।