বগুড়ায় নতুন এমপিওভুক্ত করা শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ তালিকা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ ১৪:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩০১৯ বার।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়-১২টি
সোনাতলা উপজেলায় টিএম মেমোরিয়াল একাডেমি স্কুল, সারিয়াকান্দি উপজেলায় শোনপচা হাইস্কুল, সারিয়াকান্দি শহীদ মুক্তিযোদ্ধা মন্টু বিদ্যালয়, শিবগঞ্জ উপজেলায় শোলাগাড়ী আদর্শ জুনিয়র স্কুল, দুপঁচাচিয়া উপজেলায় তালুচ পাঁচপির সাইন্স এন্ড টেকনোলজী গালর্স স্কুল, দুপঁচাচিয়া উপজেলায় শাপলা হাইস্কুল,আদমদীঘি উপজেলায় জিএম আইডিয়েল হাইস্কুল, নন্দীগ্রাম উপজেলায় চাকলমা হাইস্কুল,কাহালু উপজেলায় বড়মোহর হাইস্কুল, বগুড়া সদরের খাতেমুন আদর্শ জুনিয়র হাইস্কুল, গাবতলী উপজেলায় শহীদ জিয়াউর রহমান গালর্স হাইস্কুল ও গাবতলী উপজেলায় জাহের উদ্দিন মডেল জুনিয়র গালর্স স্কুল।

মাধ্যমিক- ১১টি

সোনাতলা উপজেলায় ভেকনেরপাড়া হাইস্কুল, সারিয়াকান্দি উপজেলায় গণকপাড়া স্কুল এন্ড কলেজ, শিবগঞ্জ উপজেলায় রোকেয়া-সাত্তার সেকেন্ডারী স্কুল, শিবগঞ্জ উপজেলায় ধাওয়াগির হাইস্কুল, আদমদীঘি উপজেলায় কায়াকুঞ্জি হাইস্কুল, একই উপজেলায় শহীদ সিরাজখান মেমোরিয়াল একাডেমি, ধুনট উপজেলায় কান্তনগর উচ্চ বিদ্যালয়, শেরপুর উপজেলায় মহিপুর কলোনী হাইস্কুল, গাবতলী উপজেলায় শহীদ জিয়া হাইস্কুল ও একই উপজেলায় বৈঠাভাঙ্গা হাইস্কুল এবং শাজাহানপুর উপজেলায় শাজাহানপুর বেলপুকুরিয়া হাইস্কুল।

উচ্চ মাধ্যমিক (স্কুল এন্ড কলেজ)-৩টি
শেরপুর উপজেলায় পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরী স্কুর এন্ড কলেজ, বগুড়া সদরের করনেশন ইন্সিটিটিউশন এন্ড কলেজ ও শাজাহানপুর উপজেলায় গোহাইল ইসলামিয়া স্কুল এন্ড কলেজ।

কলেজ-১টি
আদমদীঘি উপজেলায় হাজী তাসের আহম্মেদ মহিলা কলেজ।

ডিগ্রি কলেজ-১টি
শেরপুর উপজেলায় রহিমা নওশের আলী ডিগ্রি কলেজ।

কারিগরি কলেজ (বিএম): ১৩টি
সোনাতলা উপজেলায় হরিখালি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, একই উপজেলায় আদর্শ টেশনিক্যাল ও বিএম কলেজ, দুপচাচিয়া উপজেলায় দুচপাচিয়া টেশনিক্যাল কলেজ, আদমদীঘি উপজেলায় হাজী তাসের উদ্দিন কলেজের কম্পিউটার শাখা, সারিয়াকাান্দি উপজেলায় চন্দনবাইশা ডিগ্রি কলেজের কম্পিউটার শাখা, ধুনট উপজেলায় কান্তনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, একই উপজেলায় জাহানপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, সাতটিকরি টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, শেরপুর উপজেলায় কল্যানী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, বগুড়া সদরে বগুড়া পৌর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, শহীদ জিয়াউর রহমান টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, কম্পিউটার বিজ্ঞান এন্ড ইঞ্জিনিয়ারিং বিএম কলেজ, গাবতলী উপজেলায় ফজিলা-আজিজ মেমোরিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ।

 কারিগরি ভোকেশনাল-৩টি
সোনাতলা উপজেলায় বয়রা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখা, নন্দীগ্রাম উপজেলায় কুমিড়া পন্ডিতপুুকুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখা ও কাহালু উপজেলায় টিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল শাখা।

দাখিল মাদ্রাসা-১টি
শিবগঞ্জ উপজেলায় ছল্লিশ ছাত্র মতিন আর এম দাখিল মাদ্রাসা