ফ্রি সিগারেট নিতে গিয়ে ভুয়া এসআই আটক

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ ১৪:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৪ বার।

গাইবান্ধার সাঘাটা উপজেলা সদরের বোনাপাড়া বাজারের একটি দোকান থেকে ফ্রি সিগারেট নিতে গিয়ে সাগর মিয়া (২৯) নামে এক ভুয়া এসআই আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত সাগর মিয়াকে এক মাসের কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠান। খবর সমকাল অনলাইন 

স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় সাগর মিয়া নিজেকে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পরিচয় দিয়ে বোনারপাড়া বাজারে একটি পানের দোকান থেকে এক প্যাকেট সিগারেট এবং ৫০০ টাকা চান। বিষয়টি দোকানের মালিক রিপন মিয়ার সন্দেহ হলে তিনি তাৎক্ষণিক বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানান। পরে পুলিশ এসে সাগর মিয়াকে আটক করে। 

আটক সাগর মিয়া সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারোকোনা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, আটক সাগরের কাছে পুলিশের পোশাক পরা একটি ভুয়া আইডি কার্ড পাওয়া গেছে।

সাঘাটা থানার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত হোসেন জানান, আটকের পর ভ্রাম্যমাণ আদালতের কাছে সাগর মিয়াকে হাজির করা হয়। পরে সাঘাটার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাকিল আহমেদ তার এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।