প্রধানমন্ত্রী কতটা কঠোর, শুদ্ধি অভিযানই তার প্রমাণ: ওবায়দুল কাদের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯ ১২:৫৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩১ বার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কী কঠোর, তা শুদ্ধি অভিযানেই প্রমাণ করেছেন।’

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দীর্ঘদিন পর একটি শুদ্ধি অভিযান শুরু হয়েছে। কারও স্বার্থে আঘাত লাগতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলা শুদ্ধি অভিযান সারা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে। শেখ হাসিনার সৎসাহস আছে। দলের কেউ অপকর্ম করলে তাকে শাস্তি পেতে হবে।

ক্যাসিনো ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নেত্রী কতটা কঠোর, তা চলমান অভিযানের দিকে তাকালেই বোঝা যায়। বিএনপির আমলে হাওয়া ভবনে কম দুর্নীতি হয়নি। তারা ওই সময় কোনো ব্যবস্থা নেয়নি। আমরা পারছি দুর্নীতি ও ক্যাসিনোর বিরুদ্ধে সফল অভিযান চালাতে।’

এ সময় বিএনপির মহাসচিবকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব, আপনারা একটা উদাহরণ কি দেখাতে পারবেন? কোন অপরাধীকে শাস্তি দিয়েছেন?’

‘শেখ হাসিনার সৎসাহস আছে। দলের কোনো নেতাকর্মী ভুল করলে, অপকর্ম করলে শাস্তি তাকে পেতেই হবে। এটা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের প্রধানমন্ত্রী।’

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি হাজি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ও আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।